Contact For add

Sat, Mar 15 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> দেশের খবর

কারচুপির দৃশ্য ধারণ করায় সাংবাদিকদের মারধর

কারচুপির দৃশ্য ধারণ করায় সাংবাদিকদের মারধর
কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির দৃশ্য ধারণ করতে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আশিকুর রহমান সোহেলকে মারধর করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আশিকুর রহমান জানান, ‘এক ব্যক্তি জাল ভোট দেওয়ার সময় আমি তা ধারণ করতে গেলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাকে মারধর করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়।’ অন্যদিকে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় মানবজমিনের রিপোর্টার নিয়াজকে মারধর করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, সাংবাদিক মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। হলি টাইম্‌স ডটকম/ ১৫মার্চ ২০১৪)

Comments

Place for Advertizement
Add