Contact For add

Thu, Mar 13 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> রাজনীতি

বিরোধী কণ্ঠকে শ্বাসরুদ্ধ করতে মোশাররফকে গ্রেফতার : রিজভী

বিরোধী কণ্ঠকে শ্বাসরুদ্ধ করতে মোশাররফকে গ্রেফতার : রিজভী
হলি টাইম্‌স রিপোর্ট ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের চক্রান্ত জালের শিকার বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই গ্রেফতার অন্যায়, প্রতিহিংসামূলক এবং বিরোধী কণ্ঠকে শ্বাসরুদ্ধ করার শামিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সরকার সন্ত্রাসকেই রাষ্ট্রীয় দর্শণে রূপ দিয়েছে। বিরোধী নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে সরাসরি হত্যা, অসত্য বানোয়াট মামলা দায়ের করে গ্রেফতার, জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় জেলগেট থেকে গ্রেফতার করা যেন আইনশৃংঙ্খলা বাহিনীর জরুরি দায়িত্ব হিসেবে দেখা দিয়েছে। আর এই সমস্ত গ্রেফতারের নামে পুলিশি বাণিজ্য গোটা জনসমাজেই নৈরাজ্যের জমাট অন্ধকারে তলিয়ে গেছে। তিনি বলেন, দেশে বিরাজমান এই বিভিষিকার মধ্যে চলমান উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হারা জনগণ উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের যতোটুকু সুযোগ পাচ্ছে ততোটুকুই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় ঘোষণা করছে। রিজভী বলেন, আর এই কারণেই ক্রোধে কা-জ্ঞান হারিয়ে ফেলেছে বর্তমান অবৈধ সরকার। অব্যাহত সহিংসতা এবং দখলদারিত্বের দাপট সত্ত্বেও ক্ষমতাসীন দল বিজয়কে নিজেদের অনুকূলে ছিনিয়ে নিতে উপজেলায় উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে তাদের এই সশস্ত্র আধিপত্য বিস্তারের তা-ব যাতে জনগণ ভুলে যায় তার জন্য দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করেই ক্ষান্ত হচ্ছে না, এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। রিজভী বলেন, অবৈধ ক্ষমতা দখলকারী সরকার নিজেদের অন্যায়, অপরাধ ও অপকর্মের জন্য জনগণের কাছে জবাবদিহিতার ভয়ে অভিনব দুঃশাসনের চক্রান্ত জাল বুনে যাচ্ছে। তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের সেই চক্রান্ত জালেরই শিকার। তাকে বুধবার রাতে গুলশানের নিজ বাসভবন থেকে আটক করে পুলিশ। রিজভী বলেন, দলবাজি ও দুর্বৃত্তপনার আশ্রয় নিয়ে এই অবৈধ সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাগরিক স্বাধীনতাকে নির্মমভাবে দমন করছে। সাধারণ গণতান্ত্রিক নিয়ম-পদ্ধতি এবং নির্বাচনী রায়ের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতাকে আটকে ফেলেছে বর্তমান অবৈধ সরকার। তিনি বলেন, এরা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। এরা বিরোধী দলের সঙ্গে বন্য পশুর মতো আচরণ করছে। এরা খুন ও গুম করার পরও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, কুৎসা, ব্যক্তিগত চরিত্র হননের বেপরোয়া ন্যাক্কারজনক প্রচার চালাচ্ছে। যুগ্ম মহাসচিব বলেন, বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল বিএনপি। জনগণের লৌহকঠিন সংগ্রামী ঐক্য, অবিচল সংকল্প ও অদম্য বীরত্বের দ্বারা গণতান্ত্রিক চেতনায় রাজনৈতিক জাগরণে গড়ে উঠা বাহিনী এই দখলদারিত্বের সরকারকে পর্যুদস্ত করে দেবে। দৃঢ়চিত্ত এই আত্মত্যাগী নির্ভর এই বাহিনী বিজয় অর্জনের জন্য প্রতিটি বাধা অতিক্রম করবে। রিজভী বলেন, আমাদের মিলিত কণ্ঠস্বরের আওয়াজ সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে। কোনো নোংরা চাতুরী জনগণ বরদাস্ত করবে না। তিনি অবিলম্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। হলি টাইম্‌স ডটকম/ ১৩মার্চ ২০১৪)

Comments

Place for Advertizement
Add