ঢাকা: পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান অর্ধবার্ষিকের (জানুযারি’১৩-জুন’১৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠান ৫টি হলো- ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। চলতি বছরের ৩০ জুন শেষে ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতীত) হয়েছে ৯৭ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৮৩ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা এবং ১ দশমিক ৮৮ টাকা। ওয়ান ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতীত) হয়েছে ৪৭ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। যা আগের বছর একইসময়ে ছিল যথাক্রমে ৫৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং ১.২২ টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতীত) হয়েছে ১০৫ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৬২ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা এবং ০.৭৫ টাকা। প্রাইম ব্যাংকের কর পরবর্তী লোকসান (অনিয়ন্ত্রিত আয় ব্যতীত) হয়েছে ৬৫ কোটি ১ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৩ টাকা। যা আগের বছর একইসময়ে মুনাফা হয়েছিল যথাক্রমে ১২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা এবং ১.১৯ টাকা। আইএফআইসি ব্যাংকের কর পরবর্তী মুনাফা হয়েছে ৬১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৬২ টাকা। যা আগের বছর একই সময় হয়েছিল যথাক্রমে ২৫ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা এবং দশমিক ৬৭ টাকা। হলি টাইম্স ডেস্ক / ৩০ জুলাই