
হলি টাইমস রিপোর্ট :
মা আওয়ামী লীগের আর মেয়ে বিএনপির ছাত্রদলের মারদাঙ্গা নেত্রী। মা ফেসিস্ট আওয়ামী লীগের সময় দেখিয়েছেন ক্ষমতার দাপট আর মেয়ে পট পরিবর্তনের পর ছাত্র দলের ব্যানারে মেতে উঠেছে জবর দখলে।
ছাত্র দলের এই মারদাঙ্গা নেত্রীর মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা ভাইস চেয়ারমান ছিলেন। আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা কোটায় এমপি পদে মনোনয়ন চেয়েছিলেন। তারই মেয়ে নাদীয় পাঠান পাপন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের মারদাঙ্গা নেত্রী। জুলাই আগস্টের বিভিন্ন সভা সমাবেশে তাকে লাঠিসোটা হাতে নিয়ে মিছিল করতে দেখা গেছে। ছাত্রদল ছাড়াও অন্য দলীয় গ্রæপেও তাকে মারদাঙ্গা লেবাসে দেখেছেন অনেকে।
ছাত্রদলের এই নেত্রী পাপন এবং ঢাকা কলেজের ছাত্র দলের সাধারন সম্পাদক তৌহিদ হাসানের নেত্রীত্বে ২০/৩০ জনের একটি দল সম্প্রতি রাজধানী ঢাকার লালবাগ খেলার মাঠের গ্রীন টিয়ারস রেস্টুরেন্টটি দখল করার চেষ্টা চালিয়েছেন। রেস্টুরেন্টটিতে ভাংচুর মারামারি দাঙ্গাবাজি করে বিভীসীকাময় পরিস্থিতি তৈরি করেছিলেন বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্টের ব্যবসায়ী বশির আহমেদ।
হলি টেলিভিশনের এই প্রতিনিধি জানতে পেরেছেন যে, ঢাকেশ^রী মন্দিরের উল্টোদিকে অবস্থিত এই খেলার মাঠটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের । স্থানীয় বাসিন্দারা এখানে খেলাধুলা এবং শরীর চর্চার করেন। এর উত্তর পূর্ব কর্নারে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি। এর মালিকও সিটি কর্পোরেশন। জনৈক খোকন মিয়াসহ তিনজনকে লিজ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রীন টিয়ার্স কফি হাউজ নামে এটা বেশ জনপ্রিয়। এই রেস্টুরেন্টিই দখল করতে দাঙ্গাবাজি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামান, ফরহাদ এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইখতিয়ার কবিরের নেতৃত্বাধীন ২০/৩০ জনের একটি দখলবাজ গ্রæপ। যার মূল মাস্টারমাইন্ড হচ্ছেন নাদীয়া পাঠান পাপন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন সারা দেশে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি জবর দখল এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঠিক তখনই ঢাকা কলেজ ছাত্রদলের ওই গ্রæপটি দখলবাজি শুরু করেছেন।
স্থানীয় বিএনপি অবশ্য এই ঘটনার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন ঢাকা কলেজের নামধারী ছাত্রদল নেতারা মহল্লায় মাস্তানী করতে এসে ভীতি সৃষ্টি করবে তা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। এটা তারা বিএনপির হাই কমান্ডকে জানাবেন।
রেস্টুরেন্ট গ্রীন টিয়ার্স জবর দখলের চেষ্টা : ছবি : সিসিটিভি ফুটেজ
বশির আহমেদ বলেছেন, তার মামা খোকন সাহেবসহ তিনজন মিলে এই রেস্টুরেন্টটি সিটি কর্পোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়েছেন। তাকে রেস্টুরেন্টটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন এটাই জবর দখল করতে এসেছেন ছাত্রদলের ওই নেতারা।
তিনি অভিযোগ করেছেন, পাপনের নেতৃত্বে ঢাকা কলেজের ছাত্রদলের নেতারা বাহিনী নিয়ে আমার ওপর আক্রমন চালিয়েছেন। মাথায় আঘাত করে জখম করেছে। কর্মচারীদের মেরেছে। রেস্টুরেন্ট ভাংচুর করেছে।
তিনি বলেছেন, এখনো তাদের সিটি কর্পোরেশনের বরাদ্দ মেয়াদ রয়েছে। সিটি কর্পোরেশন যতি তাদের বরাদ্দ বাতিল করে তাহলে আমি চলে যাবো। কিন্তু তারাতো এটা জবর দখল করতে পারে না। এটা সরকারি সম্পত্তি। দেশে কি এমন অরাজকতা চলতে পারে, এমন প্রশ্ন করেছেন মি. বশির।
গত ২৪ মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি চকবাজার থানা পুলিশকে জানিয়েছেন। শৃঙ্খলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি গ্রæপ ঘটনার পর এলাকা পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বশির আহমেদ।