Contact For add

Mon, Mar 17 2025 - 9:49:31 PM +06 প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

৫ লাখ ২০ হাজার টাকা ভ্যাট ফাঁকির মামলা কসাই খলিলের বীফ হোটেলের বিরুদ্ধে৫ লাখ ২০ হাজার টাকা ভ্যাট ফাঁকির মামলা কসাই খলিলের বীফ হোটেলের বিরুদ্ধে

৫ লাখ ২০ হাজার টাকা ভ্যাট ফাঁকির মামলা কসাই খলিলের বীফ হোটেলের বিরুদ্ধে

হলি টাইমস রিপোর্ট :

বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকি দেওয়ার কারণে কসাই খলিলুর রহমানের মালিকানাধীন বীফ হোটেলের বিরুদ্ধে ৫ লাখ ২০ হাজার টাকার মামলা করেছে ঢাকা পশ্চিম কমিশনারেটের রাজস্ব অফিস। কসাই খলিলের উত্তর শাহজানপুরে গরুর মাংসের দোকান রয়েছে। ওই দোকান থেকেই গরুর মাংস সরবরাহ করে বনশ্রী এবং মিরপুর দারুসসালাম রোডে বীপ হোটেল নামে দুটি রান্না গরুর মাংসের দোকান চালানো হয়। তার বড় ছেলে সাজ্জাদ হোসেন মিরপুরের বীফ হোটেলটি পরিচালনা করেন। তার দোকানেই ফাঁকি দেওয়া হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা।

কসাই খলিলের বিরুদ্ধে উত্তর শাহজাহানপুরে যানবাহনে ভরপুর ব্যস্ত রাস্তার ওপর উন্মুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করে মাংস কাটা এবং বিক্রির অভিযোগ রয়েছে।

শাহআলী সার্কেলের রাজস্ব কর্মকর্তা হলি টাইমসকে জানিয়েছেন, কেন্দ্রীয় নিবন্ধনের সুবিধা নিয়ে মিরপুরের এই বীফ হোটেলটি বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছিল।

হলি টাইমসের এই প্রতিবেদক খোঁজ নিয়ে দেখেছেন, বিপ হোটেলের একটি ইউনিট রয়েছে মিরপুর চিড়িয়াখানা রোডের মল্লিক টাওয়ারে। অন্য একটি ইউনিট রয়েছে বনশ্রীতে। এই দুটি ইউনিটই ঢাকা দক্ষিণ কমিশনারেটের আওতাধীন মতিঝিল ডিভিশনের রামপুরা সার্কেলে ভ্যাট প্রদান করেন।

নিয়ম অনুযায়ি, বিপ হোটেলের ভ্যাট প্রদানের যাবতীয় বিষয় কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত কর অঞ্চল এবং যেখানে বিপ হোটেলের ইউনিট রয়েছে সেই কর অঞ্চলের রাজস্ব কর্মকর্তা ভ্যাট প্রদানের যাবতীয় তথ্য নিরীক্ষা করতে পারবেন এবং আইনগত ব্যবস্থা নিতে পারবেন।

 

মিরপুর চিড়িয়াখানা রোডের মল্লিক টাওয়ারে বীফ হোটেল । ছবি : হলি টাইমস

শাহআলী কর অঞ্চলের রাজস্ব কর্মকর্তার কাছে কর ফাঁকির বিষয়টি জানতে চাইলে তিনি হলি টাইমসের প্রতিবেদকদের বলেছেন, এবছরের ২৭ জানুয়ারি তারিখে তার কর অঞ্চল থেকে বিফ হোটেলকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছে ।   হঠাৎ করে তিনি জানতে পারেন বিপ হোটেল কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় মতিঝিল ডিভিশনে ভ্যাট দিয়েছে মাত্র ৫৩ হাজার টাকা।  বিপ হোটেলের ইউনিটটি তার নিয়ন্ত্রণাধীন অথচ কেন্দ্রীয় নিবন্ধনের সুযোগ নিয়ে বিপ হোটেল  বিশাল অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছেন।

বিপ হোটেলে ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিক্রি হয়েছে ৫৮,৯৪,৫৩৪ টাকার। ৫ শতাংশ হারে এতে ভ্যাট আসে ৯৪,৭২৬ টাকা। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বিক্রি হয়েছে ৩৯,৭৮,৭৬৭ টাকা। এতে ভ্যাট আছে ১,৯৮,৯৩৮ টাকা । এর পুরোটাই ফাঁকি দিয়েছেন। এই সময়ে ভ্যাট ফাঁকি মোট ৪ লাখ ৯৩ হাজার  ৬৬৪ টাকা। এছাড়াও  হোল্ডিং ট্যাক্সও ফাঁকি রয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ পযর্ন্ত মোট ভ্যাট ফাঁকির পরিমান ৫ লাখ ২০ হাজার টাকা। এই টাকা আদায়ে মামলা করেছে সংশ্লিষ্ট রাজস্ব অফিস।

বীফ দোকানের মালিক যে দোকান ভাড়া করেছেন তার চুক্তিপত্রে এককালীন অগ্রীম টাকার কোনো উল্লেখ নেই। যে বানিজ্যিক পরিসরে দোকানটি রয়েছে তাতে দোকান ভাড়া কমপক্ষে  দেড় লাখ টাকা হওয়ার কথা সেখানে ভাড়া মাত্র ৭৫ হাজার টাকা। এখানে পুরো হোল্ডিং ট্যাক্স ফাঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

https://web.facebook.com/watch/?v=619761543877199&rdid=7BUvJliWKOGNZXdj : প্রতিদিন কি পরিমান গুরুর মাংস বিক্রি হয় তা এই ফেসবুক লিংক ওপেন করলেই জানা যায় । সংগ্রহ :  হলি টাইমস।

সংশ্লিস্টরা বলেছেন, কেন্দ্রীয় নিবন্ধনের সুবিধা নিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং দোকান মালিকরা কোটি কোটি রাজস্ব ফাঁকি দিচ্ছে। এর চরম প্রভাব পড়ছে জাতীয় রাজস্ব বাজেটে এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে।

মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদান সহজিকরনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয় নিবন্ধন নীতি চালু করেছিল। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এটাকে কর ফাঁকির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

ডানে বীফ হোটেলের মালিক সাজ্জাদ ও বায়ে ম্যানেজার । ছবি : হলি টাইমস 

২০১৯ সালের ১ জুলাই থেকে যে নতুন ভ্যাট আইন কার্যকর করা হয়েছে তাতে কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়।  যে সব ব্যবসায়ী বা বানিজ্যিক প্রতিষ্ঠানের শহর বা নগর অঞ্চলে একাধিক ইউনিট আছে এবং তাদের হিসাব এক জায়গায় সংরক্ষণ করা হয়, তাদের কেন্দ্রীয় নিবন্ধন করার বাধ্যবাধকতা দেওয়া হয়।

সারাদেশে ১২টি ভ্যাট কমিশনারেটে  মোট নিবন্ধিত ইউনিট ৩ লাখ ৫২ হাজার ৫৯৪টি। এর মধ্যে ৫ হাজার ৭৯২টি প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত, যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ১ দশমিক ৬৪ শতাংশ।

 



Comments

Place for Advertizement
Add