Contact For add

Sun, Feb 23 2025 - 12:25:08 AM +06 প্রচ্ছদ >> শিক্ষা

Allegations of irregularities in teacher transfer at primary school in Gazipurগাজীপুরে প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষক বদলীতে অনিয়মের অভিযোগ

গাজীপুরে প্রাথমিক বিদ‍্যালয়ে  শিক্ষক বদলীতে অনিয়মের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :
চলমান অনলাইন বদলিতে নীতিমালা লঙ্ঘন করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালামের বিরুদ্ধে। তিনি গাজীপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনলাইনে শিক্ষক বদলীতে দুর্নীতি করেছেন।
নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন, বিধি ও নিয়ম অনুযায়ি অনলাইনে বদলির প্রক্রিয়াতে একজন শিক্ষকের সবকিছু ঠিক থাকলে স্বয়ংক্রিয়ভাবেই তার বদলি হবে। কিন্তু সেই নিয়মটি মানছেন না মি. আব্দুস সালাম। তিনি ঘুষ গ্রহণ করে আইন ভাঙছেন এবং এক শিক্ষকের বদলির স্থানে অন্য শিক্ষককে বদলি করেছেন এমন অভিযোগ উঠেছে। এমনকি অফলাইনে ক্ষমতাবহির্ভূতভাবেও অনেক’কে বদলি করছেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে গাজীপুরের শিক্ষাঙ্গনে। 
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন,  বদলিসহ বিভিন্ন ক্ষেত্রে  অনিয়মের  অভিযোগ করেছেন  সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের  একাধিক সহকারী শিক্ষক। এ বিষয়ে   জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা রাণী বালা । মিনা রাণী বালা তার অভিযোগে বলেছেন,  তিনি  দীর্ঘ ২৬ বছর একই স্কুলে লাগাতার কর্মরত রয়েছেন। এখন নিজের স্থায়ী বাসস্থানের কাছে একই উপজেলার লাঘালিয়া আমির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হতে চান। এজন্য বদলির সকল শর্ত পূরণ করে অনলাইনে আবেদন করেন।   অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে তার সর্বোচ্চ স্কোর  ৪৮.৮৯ হলেও সদর উপজেলা শিক্ষা অফিসার   সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে অনির্বাচিত করেন। এতে তিনি চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
 
মিনা রানী অভিযোগ পত্রে বলেছেন,  উধুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আক্তারকে  লাগালিয়া আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বদলীর জন্য নির্বাচিত করেন শিক্ষা অফিসার আব্দুস সালাম।  নির্বাচিত  শিক্ষক আফরোজার  চাকুরীর বয়স  দেড় বছর এবং তার স্কোর ৩২.৩৮ । বর্তমানে তিনি জয়দেবপুর পিটিআই তে বিটিপিটি প্রশিক্ষণরত  আছেন। 
 
শিক্ষা অফিসার আব্দুস সালাম এ প্রতিনিধিকে বলেছেন, বদলির ক্ষেত্রে তিনি কোনো ঘুষ গ্রহন করেননি। অভিযোগটি অসত্য, অপপ্রচার। নিয়ম মেনেই বদলি করছেন। তবে  একাধিক সূত্র বলেছেন,  শিক্ষা অফিসার আব্দুস সালাম অনলাইনে শিক্ষক বদলির  পাশাপাশি দুইজন শিক্ষককে সরকারি শিক্ষক বদলি বিধিমালা লঙ্ঘন করে  অফলাইনেও  বদলি করেছেন । যা নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে। বদলির ক্ষেত্রে একজন শিক্ষা অফিসারের এই স্বেচ্ছাচারিতায় গাজীপুর জেলার শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।


Comments