Contact For add

Mon, Nov 4 2024 - 7:21:18 PM +06 প্রচ্ছদ >> স্বাস্থ্য

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবানপাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবান

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবান

নারীও শিশুদের সুরক্ষায় পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবান জানিয়ে স্বাস্থ্য আন্দোলনের বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ধূমপান ও তামাক সেবনের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সারসহ ফুসফুসের বিভিন্ন জটিল রোগে ভুগে বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করছে। চিকিৎসাখাতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ব্যায়। তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। যা তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে অনেক বেশি।

উদ্বেগের বিষয়, ধূমপান না করেও তামাক সেবনকারীদের বেপরোয়া ধূমপানের কারণে মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন পরোক্ষ ধুমপায়ীরা। হোটেল- রেস্তোরা, জনসমাগমস্থল ও গণ পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে নারী ও শিশুরা। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বর্তমান মোট জনসংখ্যায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা সাড়ে ১৫ লাখেরও বেশি। সর্বশেষ গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভের তথ্যানুসারে বাংলাদেশে কর্মস্থলে ৩০% নারী এবং জনসমাগমস্থলে ২১% নারী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ৯২ শতাংশ শিশু পরোক্ষ ধূমপানের শিকার ।

নারী ও শিশুদের সুরক্ষায় ধূমপায়ীকে ধূমপান হতে বিরত রাখতে এবং অধূমপায়ীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আইন সংশোধন করে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থানের বিধান বাতিল করার দাবী জানাচ্ছি।

ধূমপানমুক্ত স্থান একদিকে ধূমপায়ীকে ধূমপান হতে বিরত রাখবে অপরদিকে ধূমপানে ত্যাগে উদ্ধুদ্ধ করবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ের দূর্বলতা এবং বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে গণমানুষের পক্ষে সঠিক নীতির প্রয়নের জন্য কাজ করছে স্বাস্থ্য আন্দোলন। স্বাস্থ্য আন্দোলন আশা করছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং দেশের জনগনের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরনে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

স্বাস্থ্য আন্দোলন, নাগরিক স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংগঠন এবং দীর্ঘদিন ধরে এ সংস্থা কাজ করে যাচ্ছে। 



Comments

Place for Advertizement
Add