Contact For add

Sun, Sep 1 2024 - 7:42:38 PM +06 প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

বসুন্ধরার চেয়ারম্যান এমডিসহ ১০ জনের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ডের মানহানির মামলাবসুন্ধরার চেয়ারম্যান এমডিসহ ১০ জনের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ডের মানহানির মামলা

বসুন্ধরার চেয়ারম্যান এমডিসহ ১০ জনের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ডের মানহানির মামলা
 
হলি টাইমস রিপোর্ট : 
বসুন্ধরার চেয়ারম্যান, এমডিসহ ১০ জনের বিরুদ্ধে ডায়মন্ড ওয়ার্ল্ডের মামলা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ ১০ জনের বিরুদ্ধে দুইটি মানহানির মামলা হয়েছে।
 
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এই তথ্য দিয়েছে।
 
অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈদ নিজাম, ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, কালের কণ্ঠের সম্পাদক, পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হায়দার আলী, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের সিইইও, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ম্যানেজার আবু তায়িব, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের বিশেষ সংবাদদাতা রিপনুল হাসান রিপন।
 
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ঢাকার মহানগর আদালতে তাদের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। অন্যদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক খান একই ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির আরেকটি মামলা করেছেন।
 
মি. আগরওয়ালার মামলা গ্রহণের পর অভিযুক্তদের আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। অন্য মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেয়া হয়েছে।
 


Comments

Place for Advertizement
Add