Contact For add

Sat, Jul 13 2024 - 6:25:41 PM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

Meta is lifting restrictions from Trump's accountট্রাম্পের অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

ট্রাম্পের অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা  তুলে নিচ্ছে মেটা

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা কর্তৃপক্ষ। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনকে সামনে রেখে গতকাল শুক্রবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
মেটা জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য সমান অবস্থান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পাবেন তাদের বক্তব্য বা রাজনৈতিক মনোভাব সমানভাবে মার্কিনিদের শোনা বা জানা উচিত। যেহেতু ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী তাই তার অ্যাকাউন্টের ওপর আর বিধিনিষেধ রাখা হবে না।
২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর দুই বছর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়। এরপর ২০২৩ সালে সাবেক এই প্রেসিডেন্টের ফেসবুক ও ইনস্টাগ্রাম সচল করে দেয় মেটা কর্তৃপক্ষ।
তবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ রাখা হয়েছিল। যাতে ফের নিয়ম ভঙ্গ করতে না পারেন ট্রাম্প। এবার সেই বিধিনেষধও তুলে দিচ্ছে মেটা। সূত্র: সিএনএন

 



Comments