ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৮ জুলাই) রাশিয়া যাচ্ছেন । ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক অভিযান’ শুরু হওয়ার পর ও টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম মস্কো সফরে যাচ্ছেন মোদী।
মোদীর নেতৃত্বাধীন ভারত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে নিন্দা না করে বরং শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মস্কো ও নয়াদিল্লির মধ্যে অংশীদারিত্ব মজবুত হয়ে উঠেছে।
ভ্লাদিভস্তকের পূর্বে এক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে মোদী ২০১৯ সালে শেষবার রাশিয়া সফর করেছিলেন। তিনি শেষবার মস্কোতে গিয়েছিলেন ২০১৫ সালে। উজবেকিস্তানে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন ২০২২ সালের সেপ্টেম্বরে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ২০২১ সালে নয়াদিল্লিতে এসেছিলেন পুতিন। সূত্র: ভয়েস অব আমেরিকা, দ্য স্টেটসম্যান