Contact For add

Sat, Jul 6 2024 - 2:20:44 PM +06 প্রচ্ছদ >> জাতীয়

In Bangabandhu's Bengal, there is no place for discrimination, the demand for the abolition of quotasবঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ শ্লোগানে কোটা বাতিলের দাবি

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ শ্লোগানে কোটা বাতিলের দাবি

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের শহর বাইপাসের আশেকপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।

অবরোধের কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছাত্রসমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এ সময় তাঁরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তৌফিকুর রহমান নামের এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে, তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছেন। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছেন। চাকরিতে কোটা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। অথচ কোটাধারী শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন। তাই তাঁরা বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার চান। চাকরিতে কোটাব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিষফোঁড়ার মতো।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, অবরোধের দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। পরে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


 



Comments

Place for Advertizement
Add