Contact For add

Fri, Jun 7 2024 - 5:28:28 PM +06 প্রচ্ছদ >> স্বাস্থ্য

অসংক্রামক রোগ কমতে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়র উপর কর বৃদ্ধি যৌক্তিক-সিএলপিএঅসংক্রামক রোগ কমতে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়র উপর কর বৃদ্ধি যৌক্তিক-সিএলপিএ

অসংক্রামক রোগ কমতে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়র  উপর কর বৃদ্ধি যৌক্তিক-সিএলপিএ

নিজস্ব প্রতিবেদক: 

বিদ্যমান বাজেটে কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় (SSBs)  উপর কর বৃদ্ধি অসংক্রামক রোগ কমাতে  গুরুত্ব  পদক্ষেপ বলে অবহিত করেছে সিএলপিএ। সংস্থাটির তার বিবৃতিতে বলেন, বর্তমানে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চিনিযুক্ত পানীয়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।   চিনিযুক্ত-মিষ্টি পানীয় (SSBs)  ওজন বৃদ্ধি, স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, নন-অ্যালকোহলযুক্ত পানীয় লিভারের রোগ, দাঁতের ক্ষয় এবং গহ্বর এবং গাউট, এক ধরনের বাতের সাথে সম্পর্কিত।

প্রস্তাবিত বাজেটে কার্বনেটেড বেভারেজের   (বিডিএম মান অনুসারে নির্ধারিত মাত্রা উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফোইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার) ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। কার্বনেটেড বেভারেজ জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের উপর বিদ্যমান ৩৫ শতাংশ সম্পুরক শুল্কের পরিবর্তে ৪০ শতাংশ সম্পুরক শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাবকে  যা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছে সিএলপিএ। 

বাংলাদেশ হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রমাক রোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যু ৭০ শতাংশের কারণ অসংক্রমাক রোগ।   অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, তামাক গ্রহণ অসংক্রামক রোগের মুল কারণ।

সিএলপিএ-র সেক্রেটারী এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় গ্রহণে নিয়ন্ত্রণে কর বৃদ্ধির পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতে কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয়তে ক্যাফোইনের মাত্রার পরিবর্তে চিনির মাত্রা অনুসারে কর আরোপ করা হবে। চিনি যত বেশি হবে করের হারও বেশি হবে। একই সাথে স্বাস্থ্যকর খাদ্য পণ্যের দাম হ্রাসে পদক্ষেপ গ্রহণে সরকারকে আহবান জানাই।

হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস জাতীয় অসংক্রমাক রোগ দেশে বৃদ্ধি পেয়েছে। যা ব্যক্তি ও রাষ্ট্রের চিকিৎসা ব্যয়কে বৃদ্ধি করছে। চিকিৎসা ব্যয় করতে জনস্বাস্থ্য রক্ষায় তামাক, কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় (SSBs), জাতীয় পণ্যের কর বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ জরুরি বলে অভিমত প্রকাশ করেছে সংগঠনটি। 



Comments

Place for Advertizement
Add