Contact For add

Sat, May 25 2024 - 12:06:54 PM +06 প্রচ্ছদ >> তথ্যপ্রযুক্তি

কম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্রপাতি শুল্কমুক্ত রাখা জরুরী: চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্রপাতি শুল্কমুক্ত রাখা জরুরী: চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সোস

কম্পিউটার ও  প্রযুক্তিগত যন্ত্রপাতি শুল্কমুক্ত রাখা জরুরী: চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সোস
সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেছেন, আইসিটি ও কম্পিউটর সম্পর্কৃত যেসব যন্ত্রপাতি রয়েছে তা শুল্কমুক্ত রাখা জরুরী। অধিকাংশ ক্ষেত্রে সেই সু্বিধা সরকার নিশ্চিত করেছে। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির  বিশেষজ্ঞদের কাজে লাগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার( ২৪ মে ২০২৪)  দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা  নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজমান এবং এখনই সময় আমাদের যার যার অবস্থান থেকে কাজ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রতিটি সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।   
এর আগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজত করেন। 
এ সময় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জয়নাল আবেদীন, আব্দুল বাসেত, সাধারন সম্পাদক এলেন ববি, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল আনোয়ার, নাজমুল ইসলাম মাসুদ, জারাফাত ইসলাম, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন ফরহাদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল ছিলেন। 


Comments

Place for Advertizement
Add