Contact For add

Thu, May 23 2024 - 3:18:40 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

রাজধানীতে মতুয়া মহা সম্মেলন ও মতুয়া রত্ন সম্মাননা প্রদানরাজধানীতে মতুয়া মহা সম্মেলন ও মতুয়া রত্ন সম্মাননা প্রদান

রাজধানীতে মতুয়া মহা সম্মেলন ও মতুয়া রত্ন সম্মাননা প্রদান
বর্নাঢ্য আয়োজনে গতকাল রাজধানী ঢাকায় বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতুয়া মহা সম্মেলন- ২০২৪ এবং প্রয়াত হরপ্রসাদ বাগচীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বুধবার (২২ মে ২০২৪) রাজধানীর শাহবাগের রমনা শ্রীশ্রী কলীবাড়িতে শ্রীশ্রী  হরিচাঁদ মন্দির চত্বরে এ মতুয়া মহা সম্মেলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা রমেশ চন্দ্র ঠাকুর। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন সংগনের উপদেষ্টা শ্রীপাট কাঠালিয়ার ভক্তমাতা জোৎস্না ঠাকুরানী। 
বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি ডা. শুধাংশু শেখর মালাকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব ডা: রবীন্দ্রনাথ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব মতুয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার প্রনব কান্তি সরকার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণব্রণ শ্রীশ্রীহরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট কালীপদ মৃধা।  
আলোকিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের সহ সভাপতি  মতুয়াচার্য গুরুদাস ঠাকুর । 
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্যাস্টের ট্রাস্টি অধ্যাপক ডক্টর অসীম কুমার সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দুলাল কৃষ্ণ রায়, টাঙ্গাইলের পুলিশ সুপার এনামুর রশিদ, কুমিল্লা সোনানিবাসের এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার পলাশ বাগচী,  মতুয়া চিন্তাবিদ প্রদীপ ঢালী, বিশ্ব মতুয়া পরিষদের সাবেক সভাপতি মনোরঞ্জন হালদার, বাংলাদেশ মতুয়া সাহিত্য সমাজের সভাপতি বিষ্ণুপদ বাগচী, বিশ্ব মতুয়া পরিষদের উপদেষ্টা বিচিত্র গোসাই, রমনা শ্রীশ্রী কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কমলেন্দু রায়, রমনা শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের কার্যকরী সভাপতি সুমন মন্ডল, সহ-সভাপতি রণজিৎ মল্লিক, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ হীরাসহ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
আলোচকবৃন্দ বিশ্ব মতুয়া পরিষদ গঠনে এবং সমাজ সংস্কার আন্দোলনে প্রয়াত হরপ্রসাদ বাগচীর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। 
পরে মতুয়া ধর্মাদর্শ প্রচার ও সংস্কার আন্দোলনে বিশেষ অবদান রাখায় প্রয়াত হরপ্রসাদ বাগচী, মতুয়াচার্য্য শ্রী বিনোদ গোস্বামী ও মতুয়াচার্য্য শ্রী তুলসী গোসাইসহ ১৯ জনকে মরনোত্তর এবং ১৮ জনকে জীবদ্ধশায় মতুয়া রত্ন সম্মাননা  প্রদান করা হয়। এছাড়া ১৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


Comments

Place for Advertizement
Add