Contact For add

Fri, Mar 22 2024 - 1:03:38 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

মতুয়া আদর্শ বাস্তবায়নে মত বিনিময় সভামতুয়া আদর্শ বাস্তবায়নে মত বিনিময় সভা

মতুয়া আদর্শ বাস্তবায়নে মত বিনিময় সভা

সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
দেশের মতুয়া জনগোষ্ঠীর প্রধান তীর্থস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি। আর মতুয়া ধর্মাদর্শের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা আজ রাজধানী ঢাকার রমনা শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে মতুয়া আদর্শ বাস্তবায়নে আগামীর পথচলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করে।  

রমনার শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের সভাপতি সহকারী এটর্নি জেনারেল কালীপদ মৃধার সভাপতিত্বে বরেন্য মতুয়া চিন্তাবিদ  ডাক্তার প্রনব কান্তি সরকার, অল ইন্ডিয়া মতুয়া মতুয়া মহাসংঘের সদস্য অখিল বিশ্বাস, অ্যামেরিকা থেকে ইন্টারন্যাশনাল হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি বিমল কর, রমনার শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের সাধারণ সম্পাদক  নৃপেন্দ্র নাথ হীরা, রমনা শ্রীশ্রী কলী মন্দিরের সভাপতি উৎপল সাহা ও বিশ্ব মতুয়া পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সমীরণ মন্ডলসহ দেশের বরেন্য মতুয়া চিন্তাবিদগণ এ সভায় অংশ নেন।

বক্তরা বলেন, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর সমাজ থেকে কুসংস্কার ও বর্ণবৈশম্য দূরীকরনে যে নির্দেশনা দিয়ে গেছে সকল মতুয়া সে আদর্শ পালন করলে ব্যাক্তি ও সমাজ জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে।



Comments

Place for Advertizement
Add