আন্তন নাগ(অন্তু): বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর খুরশীদ আলম এবং ড. হাবিবুর রহমানকে পদ্মা ব্যাংক পিএলসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পদ্মা ব্যাংক পিএলসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান । এ সময় তিনি ব্যাংকের কৌশলগত ও রূপান্তরমূলক পরিকল্পনা তাঁদের সামনে তুলে ধরেন। ব্যাংকের পক্ষ থেকে নবনিযুক্ত ডেপুটি গভর্নরদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
Padma Bank congratulates two newly appointed Deputy Governors
Anton Nag (Antu): Bangladesh Bank's newly appointed Deputy Governor Khurshid Alam and Dr. Habibur Rahman has been congratulated and wished by Padma Bank PLC. Bank's managing director and chief executive officer Tarek Reaz Khan congratulated and wished. At this time, he presented the bank's strategic and transformational plans to them. On behalf of the Bank, the newly appointed Deputy Governors are wished success in the future.