সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতে ৩৫০ জন কৃষককে গাছের চারা, বীজ, সার এবং অন্যান্য উপকরন বিতরণ করা হয়েছে। আজ গোপালগঞ্জের সদর উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষকদের হাতে এসব বীজ, সার,চারা ও উপকরণ তুলে দেন। এসময় প্রত্যেক কৃষকে, বাতাবী লেবুর চারা, বিভিন্ন প্রকার শাক এবং সবজি বীজ, জৈব সার এবং নেট বিতরণ করা হয়।