হলি টাইমস রিপোর্ট :
বরগুনার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে এসেছে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। মিথ্যা অভিযোগ দিয়ে অন্যকে হয়রানি করাসহ নানা রকম অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে । সরকারি অধ্যাদেশ না মেনে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বহিষ্কার ওই প্রধান শিক্ষকের নাম ইউসুফ আলী।
বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বিদ্যালয়টিতে যোগদানের পর থেকেই তিনি নানা রকম অন্যায়-অনিয়ম করে আসছেন।
ম্যানেজিং কমিটি থেকে শুরু করে দপ্তরী পর্যন্ত সবাই তার হয়রানির শিকার হয়েছেন।স্থানীয় বেশ কয়েকজন ভুক্তভোগীর
সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, ইউসুফ আলী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে যোগদান করেন ২০১৪ সালের ১লা জুন।
যোগদানের পরে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৪বছর এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার পরে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এই ৪বছর শিক্ষামন্ত্রনালয়ের অধ্যাদেশ না মেনে এডহক কমিটির মাধ্যমে প্রায় আট লক্ষ একুশ হাজার টাকা আত্মসাৎ ও হিসাবে গড়মিলের অভিযোগে প্রধান শিক্ষক ইউসুফ আলীকে আসামী করে বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল। বিস্তারিত আসছে........