Contact For add

Thu, Dec 28 2023 - 1:33:29 PM +06 প্রচ্ছদ >> রাজনীতি

কাপাসিয়ায় নৌকার প্রচারণায় সোহেল তাজকাপাসিয়ায় নৌকার প্রচারণায় সোহেল তাজ

কাপাসিয়ায় নৌকার প্রচারণায় সোহেল তাজ
আকরাম হোসাইন , কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি এমপির বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নৌকার  প্রচারণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গতাজ পুত্র তানজিম আহমদ সোহেল তাজ  । 
 
আজ বুধবার কাপাসিয়ার বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসংযোগ কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ তুলে ধরেন সোহেল তাজ।
তিনি  বলেন, বর্তমান নৌকাকে পাশ করিয়ে সরকার গঠন করে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোন বিকল্প নেই। 
তিনি বলেন ভাসানী বঙ্গবন্ধু বঙ্গতাজ - শেখ হাসিনার নৌকা বর্তমান রিমি'র নৌকা সেই নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। 
নির্বাচন কে বানচাল করার দেশী-বিদেশী চক্রান্তকে রুখে দিতে নৌকা মার্কায় ভোট দিয়ে চক্রান্তকারীদের সমোচিত জবাব দেয়ার আহ্বান জানান তিনি।  ১৯৫৪ সালে বঙ্গতাজ তাজউদ্দীনকে আহমদ কে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন ঠিক সেই ভাবেই বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানান।
প্রচারণাকালে সিমিন হোসেন রিমি বলেন, নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি বিজয়ী হতে পারলে কাপাসিয়ার প্রতিটি গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো।
এসময় নির্বাচনী জনসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  
 উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান এমএ জলিল , সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ওয়াহিদ প্রমুখ।


Comments

Place for Advertizement
Add