উত্তর কোরিয়া সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শুক্রবার থেকে উত্তর কোরিয়া সীমান্তের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত পুরনো গার্ড পোস্টগুলোকে আবার ঠিকঠাক করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রমাণ হিসেবে তারা কিছু স্থিরচিত্র তুলে ধরেছে।উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণসহ তার যাবতীয় সার্বভৌম অধিকার চর্চা অব্যাহত রাখবে। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বলেছে, গত সপ্তাহে আমেরিকা ও তার মিত্রদের পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা থেকে একটি নজরদারি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহ উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং ২০১৮ সালে সই হওয়া আন্তঃকোরিয় সামরিক চুক্তির গুরুত্বপূর্ণ ক্লজ স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করল।
সূত্র : পার্সটুডে।