Contact For add

Sun, Oct 22 2023 - 10:45:05 PM +06 প্রচ্ছদ >> দেশের খবর

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ-সার পেল ৩২’শ কৃষকগোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ-সার পেল ৩২’শ কৃষক

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ-সার পেল  ৩২’শ কৃষক

সঞ্জয় বিশ্বাস; গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলায় রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২’শ জন কৃষক ও কৃষাণীকে প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়েছে। আজ রোববার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার এসব বীজ সার তুলে দেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হামিদুল ইসলাম ও মো: লোকমান হাকিম সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ২’শ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। এসময় ১২০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজী এমওপি সার, ১২০ জন খেসারী ডাল চাষীকে ৮ কেজি করে খেসারী ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজী এমওপি সার, ২’শ জন চিনাবাদাম চাষীকে ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজী এমওপি সার, ১১০ জন শীতকালীন পেয়াজ চাষীকে ১ কেজী করে পেয়াজ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজী এমওপি সার, ২৪০ জন মুগ ডাল চাষীকে ৫ কেজী করে মুগ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজী এমওপি সার, ১৬০ জন ভূট্টা চাষীকে ২ কেজী করে ভূট্টা বীজ ও ২০ কেজি ডিএপি এবং ১০ কেজী এমওপি সার, ১৪’শ সড়িষা চাষীকে ১ কেজী করে সড়িষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজী এমওপি সার, ১০০ জন সূর্যমখি চাষীকে ১ কেজী করে সূর্যমুখী বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজী এমওপি সার এবং ৭৫০ জন গম চাষীকে ২০ কেজী করে গম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজী এমওপি সার দেয়া হয়েছে।



Comments

Place for Advertizement
Add