Contact For add

Wed, Oct 11 2023 - 12:51:18 PM +06 প্রচ্ছদ >> লাইফস্টাইল

ঘরোয়া ফেসপ্যাকে মেছতা দূর করার সহজ উপায়ঘরোয়া ফেসপ্যাকে মেছতা দূর করার সহজ উপায়

ঘরোয়া ফেসপ্যাকে মেছতা দূর করার সহজ উপায়
ত্বকের এক দীর্ঘস্থায়ী সমস্যা হলো মেছতা।মেছতার সমস্যায় অনেকেরই আছে। একবার মেছতার দাগ পড়লে ত্বকের সৌন্দর্য পুরোটাই নষ্ট হয়ে যায়। যাদের মুখে মেছতা আছে, তারা বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতির সম্মূখীন হন। এসব ব্যবহারে মেছতার দাগ হালকা হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবারও দাগ গাঢ় হতে থাকে। তাই ভরসা রাখুন ভেষজ উপাদানে। এতে সময় লাগলেও এক সময় দেখবেন মেছতার দাগ ধীরে ধীরে উঠে যাবে। ঘরোয়া এক ফেসপ্যাক ব্যবহারেই মুখের জেদি মেছতার দাগ সহজেই দূর করতে পারবেন।
এজন্য যা যা লাগবে-
 
>> টমেটো বাটা ২ টেবিল চামচ
>> বেসন ২ টেবিল চামচ
>> মধু ১ চা চামচ
>> টকদই ১ টেবিল চামচ ও
>> অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ।
 
কীভাবে তৈরি করবেন ফেসপাকটি?
এজন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে ব্যবহার করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।
এই ফেসপ্যাকের সবগুলো উপকরণই ত্বকের জন্য খুবই উপকারী। এই প্যাক ব্যবহারে ত্বকের বয়েসের ছাপ, ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে এই ফেসপ্যাক।
নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কিছুদিনের মধ্যেই হবে ফর্সা, মসৃণ, টানটান ও ঝকঝকে। তবে মনে রাখবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেল বাদ দেবেন।


Comments