Contact For add

Wed, Oct 11 2023 - 12:29:26 PM +06 প্রচ্ছদ >> বিনোদন

অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ মুক্তি পাবে ২০ অক্টোবরঅরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ মুক্তি পাবে ২০ অক্টোবর

অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ মুক্তি পাবে ২০ অক্টোবর
 অরুণা বিশ্বাস এক সময়ের জনপ্রিয় ঢাকাই সিনেমার নায়িকা। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি ‘অসম্ভব’ নামের সিনেমা নির্মাণ করেছেন । আগামী ২০ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটি তৈরি হয়েছে যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে । এ বিষয়ে তিনি বলেন, আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আরও ভালো লাগছে এজন্য যে সাধারণ খুব কম কাজ হয়েছে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে।
সরকারী অনুদানে নির্মিত এ সিমনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ’সহ অনেকেই।
গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 


Comments