চাঁপাইনবাবগঞ্জে আবারও বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। কিশোর গ্যাংয়ের সদস্যরা এতই বেপরোয় হয়ে গেছে যে, সুযোগ পেলেই ছিনিয়ে নিচ্ছে নারীদের মোবাইল ফোন। এতে করে রাস্তাঘাটে চলাচলকারী নারী-পুরুষ উদ্বেগ প্রকাশ করে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত রোজার ঈদের সময় চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় একাধিক খুনের ঘটনা ঘটে। সেসময় পুলিশ তৎপর হয়ে শহরের প্রায় প্রতিটি মোড়ে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করায় কিশোর গ্যাংয়ের তৎপরতা হ্রাস পায়। সম্প্রতি শহরের প্রফেসরপাড়া, কাঁঠাল বাগিচা, গোয়ালপাড়া, পৌরসভার সামনে, হরিমোহন গাবতলা মোড়, গার্লস স্কুল মোড়, সোনালী ব্যাংক প্রধান শাখার গলি, সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজের আশপাশে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্রসহ ক্ষুর নিয়ে অবস্থান করছে এবং স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করছে। এমনকি ছাত্রীদের সাথে থাকা অভিভাবকদেরও তারা উত্যক্ত করতে পিছপা হচ্ছে না। অন্যদিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নারীদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এতে করে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
অন্যদিকে, কিশোর গ্যাংয়ের সদস্যরা উল্লেখিত এলাকার নির্জন স্থানে প্রকাশ্যে মাদক সেবন করছে বলেও অভিযোগ উঠেছে। তবে ইতিমধ্যে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, ক্ষুর ও মাদকসহ অন্তত ডজন খানেক কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, শহরে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।