Contact For add

Mon, Aug 28 2023 - 11:26:55 AM +06 প্রচ্ছদ >> শিক্ষা

এসএসসিতে পুনর্নিরীক্ষণে ৮৭৯ জনের ফল পরিবর্তনএসএসসিতে পুনর্নিরীক্ষণে ৮৭৯ জনের ফল পরিবর্তন

এসএসসিতে পুনর্নিরীক্ষণে ৮৭৯ জনের ফল পরিবর্তন
২০২৩  সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ২৮ আগস্ট কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)  মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে  ২৭০৬০ জন শিক্ষার্থী ৬৫০৪০ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে  আবেদন করেন। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জন জিপিএ ৫ পান। ১৮০ জন ফেল থেকে পাশ করেন এবং ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট  কলেজে  ভর্তির জন্য অনলাইনে  আবেদন করতে পারবেন। 
 
উল্লেখ্য,  গত ২৮ জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ০৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ।


Comments

Place for Advertizement
Add