Contact For add

Sun, Aug 13 2023 - 1:38:31 PM +06 প্রচ্ছদ >> রাজনীতি

‘লাঙ্গল’ সাদৃশ্য ‘নোঙ্গর’ প্রতীকে আপত্তি জাতীয় পার্টির‘লাঙ্গল’ সাদৃশ্য ‘নোঙ্গর’ প্রতীকে আপত্তি জাতীয় পার্টির

‘লাঙ্গল’ সাদৃশ্য ‘নোঙ্গর’ প্রতীকে আপত্তি জাতীয় পার্টির
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া ‘নোঙ্গর’ প্রতীকে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি। দলটি বলেছে, ‘লাঙ্গল’ প্রতীকের সঙ্গে প্রায় সাদৃশ্য রয়েছে ‘নোঙ্গর’ প্রতীকের। 
আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে- ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙ্গর’ প্রতীক দেওয়া হয়েছে- তাতে আমাদের আপত্তি আছে।’ 
‘কারণ- এক. ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তঃমিল রয়েছে। দুই. এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।’
‘উদাহরণ হিসেবে জানাতে চাই যে, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সাথে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায়- আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে।’
 
‘অতএব নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দ দেওয়া ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্যকোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি’,- বলা হয়েছে চিঠিতে। 


Comments

Place for Advertizement
Add