Contact For add

Sun, Aug 13 2023 - 11:35:00 AM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশবাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ

বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ
বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ । জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফাইল ছবি
ইয়েমেনে আল কায়দার হাত থেকে অপহৃত বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামসহ পাঁচ জনের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।গত শুক্রবার এক বিবৃতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। 
বিবৃতিতে মহাসচিব বলেন, ‘আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি যে, তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।’
জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এতে বলেন, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ। ইয়েমেনে এখনো যারা বন্দি ও অপহরণের শিকার হয়ে আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস।
 
গত বছরের ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মকর্তাকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছিলেন। সুফিউল আনাম ছাড়া বাকি চারজন ইয়েমেনের নাগরিক। সুফিউল আনামের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ডলার দাবি করেছিল জঙ্গি সংগঠনটি।


Comments