Contact For add

Mon, Aug 7 2023 - 10:40:37 AM +06 প্রচ্ছদ >> অপরাধ

শিশুর মরদেহ ভেসে উঠলো পানিতে,বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলাশিশুর মরদেহ ভেসে উঠলো পানিতে,বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

শিশুর মরদেহ ভেসে উঠলো পানিতে,বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলা
 ট্রলার ডুবির ঘটনা তুরান (৭) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টহল দল।  সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা ও ইছামতি নদীর শাখা ডহরী তালতলা খালের সুবচনী এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশু তুরান (৭) সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিপুর গ্রামের আরিফ হোসেন এর ছেলে।
স্থানীয়রার জানান, ভোরে খালের পানিতে ভেসে উঠে মরদেহটি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ওই শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 
এদিকে বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করেছে স্বজন হারানো রুবেল নামের এক ব্যক্তি। তিনি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা


Comments

Place for Advertizement
Add