Contact For add

Thu, Aug 3 2023 - 3:45:30 PM +06 প্রচ্ছদ >> অপরাধ

প্রাইভেটকারে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যাপ্রাইভেটকারে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

প্রাইভেটকারে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা
রাজধানীতে মারধরের শিকার হয়ে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সবুজ মিয়া (৩৫)।ঘটনার বিষয়ে অন্য এক লেগুনাচালক মন্টু মিয়া বলেন, বসুন্ধরা সিটি মার্কেটের পাশে ইউটিসি ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে লেগুনাটির। এতে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এরপর ওই গাড়িতে থাকা ৪-৫ জন যুবক নেমে সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে চলে যান ওই যুবকরা।
কিছুক্ষণ পর আমরা লেগুনা চালিয়ে যাওয়ার সময় সবুজকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে একটি স্থানীয় হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি বরিশালের নলসিটি এলাকায়। তিনি ফার্মগেটে স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


Comments

Place for Advertizement
Add