Contact For add

Sat, Jun 10 2023 - 1:55:51 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

সবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন পালিত হলো যা যা দিয়েসবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন পালিত হলো যা যা দিয়ে

সবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন পালিত হলো যা যা দিয়ে
পালিত হলো বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন। ক্যাসিয়াস নামের কুমিরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে রয়েছে। চলতি সপ্তাহেই প্রাণীটির জন্মদিন পালন করা হয়।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী নোনাপানির কুমিরটি লম্বায় প্রায় ১৮ ফুট। মানুষের হেফাজতে থাকা সবচেয়ে বড় কুমির এটি। ১৯৮৭ সাল থেকে গ্রিন আইল্যান্ডের মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে রয়েছে প্রাণীটি।মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্ক কর্তৃপক্ষ জন্মদিনে ক্যাসিয়াসকে মুরগি ও টুনা মাছ খেতে দেয়, যা তার খুব পছন্দের খাবার।গবেষক গ্রায়েম ওয়েব বলেন, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ফিনিস নদী থেকে ১৯৮৪ সালে যখন কুমিরটিকে ধরা হয়, তখন সে আনুমানিক ৮০ বছর কাটিয়ে দিয়েছিল। সেই হিসাবে তার বয়স শতক ছাড়িয়ে গেছে, সম্ভবত ১২০ বছরই হবে।টুডি স্কটের দাদা ক্যাসিয়াসকে ১৯৮৭ সালে গ্রিন আইল্যান্ডে নিয়ে এসেছিলেন। তিনিও জানান, গবেষকদের ধারণা অনুযায়ী কুমিরটির বয়স কমবেশি ১২০ বছর হবে।ক্যাসিয়াসকে দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন। প্রাণীটিকে দেখতে গিয়েছিলেন অনেক নামকরা ব্যক্তিও। তাঁদের তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, থাইল্যান্ডের রাজা, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রমুখ।


Comments

Place for Advertizement
Add