মাতৃ দিবসে মায়ের প্রতি ছেলের শ্রদ্ধার্ঘ্য।
কবিতাঃ- "মায়ের স্মৃতি "
লেখাঃ- অভিজিত চ্যাটার্জ্জী........
তোমার জঠরে জন্ম আমার
তুমি আমার মা,,,,,,,
তুমি ছাড়া মাগো এ জগতে
কাওকে চিনি না,,,,,,।
জন্ম পরেই কেঁদে উঠি
চিৎকারে মা বলে,,,,,
তুমিই তখন নাও গো মা
স্নেহে কোলে তুলে,,,,,।
সব শিক্ষা তোমার কাছেই
রয় না কিছুই বাকি,,,,,
তাই তো কথা বলতে শিখে
তোমায় আগে ডাকি,,,,।
জন্ম লগ্নেই কিসের তরে
ঋনী করো মা,,,,,,,
সারাজীবন ধরেও এ ঋন
শোধ কেন হয় না,,,,,?
ফিরতে ঘরে দেরি হলে
তুমিই মাগো ভাবো,,,,,
সবাই ঘুমিয়ে পরলে মাগো
তুমিই কেন জাগো,,,?
তাই তো সারাজীবন ধরে
তোমায় কাছে চাই,,,,
সকল সুখে দুঃখে যেন
তোমায় কাছে পাই,,,,!
মনে পরে যখন তোমার কথা
চোখ ভিজে যায় জলে,,,
ভাবলে না তুমি চলে গেলে একা
আমায় একা ফেলে,,,,।
মিষ্টি মায়ার হাসি মুখ তোমার
দেখিনি মা কোনদিন,,,,,
সুখ পাখিটা পালিয়ে বেড়ায়
দুঃখে কাটে গো দিন,,,,,।
তোমার আঁচল তোমার স্পর্শ
কোথায় খুঁজে পাই,,,,,,
তুমি ছাড়া মাগো এ জগতে
আপন কেহই নাই,,,,,।
তুমি মা আমাকে এই ধরণীর
আলো দেখিয়েছিলে,,,,
তোমার পরশ পেতে না পেতেই
কেন হারিয়ে গেলে,,,,,?
প্রদীপের শিখা হয়ে তুমি মা
মোর অন্তরে জ্বলে থেকো ,,,,
হে ভগবান আমার মা কে
অনেক ভালো রেখো,,,,।