Contact For add

Tue, Apr 4 2023 - 3:17:04 PM +06 প্রচ্ছদ >> শিক্ষা

অস্থায়ী নিয়োগ পেলেন আরও ২৯ শিক্ষকঅস্থায়ী নিয়োগ পেলেন আরও ২৯ শিক্ষক

অস্থায়ী নিয়োগ পেলেন আরও ২৯ শিক্ষক
অস্থায়ীভাবে সরকারি কলেজের আরও ২৯ জন শিক্ষককে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা সবাই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সরকারি তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজে কর্মরত। এ বিষয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোন শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


Comments

Place for Advertizement
Add