Contact For add

Sun, Mar 5 2023 - 10:22:45 AM +06 প্রচ্ছদ >> রাজনীতি

Awami League cannot be lifted from power in the next 100 years:Sheikh Fazle Noor Tapasআগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না : শেখ ফজলে নূর তাপস

আগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না : শেখ ফজলে নূর তাপস
আগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা একটু নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আইসেন। বলেছিলেন আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এখন হয়েছে উল্টাটা। এখন ১০০ বছরেও আওয়ামী লীগকে নামায় দিতে পারবা না।’
শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ফজলে নূর তাপস। সমাবেশে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন তিনি।
ফজলে নূর তাপস বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বাংলার জনগণ কড়ায়–গন্ডায় আপনাদের হিসাব দিয়েছে। সেই নির্বাচনে পেয়েছেন ২৯টা। ৩০টাও কপালে জোটে নাই। ২০১৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ভুলে গিয়ে নির্বাচনে নাকে খত দিয়ে এসেছিলেন। আসন পেয়েছিলেন ৮টা। এখন বললেন কি আওয়ামী লীগ ১০ ভাগও ভোট পাবে না। এটা হবে উল্টা। বাংলার জনগণ আপনাদের ১০ ভাগও ভোট দেবে না। পাবেন শূন্য, শূন্য ভোট পাবেন।’
দেশে মতপ্রকাশের অধিকার নেই বলে বিএনপির অভিযোগ নিয়ে শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ‘এই যে সংবাদমাধ্যম খুললে গণমাধ্যম খুললে উনাদের বকবকানি আমরা দেখি!’ বিএনপি নেতাদের কথা বলাটা আওয়ামী লীগের জন্য ‘ভালো ফল’ এনে দেয় বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘পরিস্থিতি এমন হয়েছে, যত কথা বলবে, ততই আমাদের ভালো। বলবে ১০০ বছরে ক্ষমতায় আসবে না। ১০০ বছরেই ইনশা আল্লাহ ক্ষমতায় থাকব। বলবে ৩০টা আসন পাবেন না। উনারাই ৩০ আসন পাবে না। বলবে ১০ ভাগ ভোট পাবে না। ইনশা আল্লাহ ৯০ ভাগের বেশি ভোট আওয়ামী লীগ পাবে।’
দেশে গণতন্ত্র নেই-বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত বছরে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ ছিল ১৩৬ নম্বর। এই বছরে বাংলাদেশের সূচক উন্নতি হয়ে এখন ১৩৩। যেখানে সারা বিশ্বের গণতন্ত্রের সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে, উনারা বললেন গণতন্ত্র নাই!’
মেয়র তাপস আরও বলেন, ‘আজকে যারা নির্বাচন, গণতন্ত্র ও সুষ্ঠ নির্বাচনের কথা বলে মনে পড়ে যায় খুনি জিয়াউর রহমানের কথা। নির্বাচন দিয়েছিল রাষ্ট্রপতি থাকাবস্থায়। কী নির্বাচন? হ্যাঁ অথবা না। সেই নির্বাচনে জিয়াউর রহমান ১০৩ ভাগ হ্যাঁ ভোট পেয়েছে। এই হলো তাদের নির্বাচনের নমুনা!’ সূত্র:প্রথম আলো
 


Comments

Place for Advertizement
Add