আজ শনিবার সিলেট মহানগরের তিন জায়গায় বিক্ষোভ পদযাত্রা করবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঘোষিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।এদিকে নগরের নয়টি স্থানে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।সিলেটে এ নিয়ে ২৮ দিনের ব্যবধানে চার দফার কর্মসূচি নিয়ে মাঠে নামল প্রধান দুই রাজনৈতিক দল।আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সিলেট মহানগর আওয়ামী লীগ জানিয়েছে, নগরের ২৭টি ওয়ার্ডের ৯টি স্থানে একযোগে বেলা সাড়ে তিনটায় শান্তি সমাবেশ শুরু হবে। নগরের রিকাবিবাজার এলাকায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, আম্বরখানা এলাকায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মদিনা মার্কেট এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মেডিকেল এলাকায় ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, লালদিঘিরপাড় এলাকায় ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে।
এ ছাড়া কুমারপাড়া এলাকায় ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, শিবগঞ্জ-উপশহর রাস্তার পাশে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, নির্বাচন অফিস–সংলগ্ন সুরমা নতুন ব্রিজ এলাকায় ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং কদমতলী এলাকায় ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে।
এদিকে বিএনপি জানিয়েছে, তারা মহানগরের তিনটি জায়গায় বেলা তিনটা থেকে পদযাত্রা করবে। নগরের মদিনা মার্কেট এলাকায় কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালি।