Contact For add

Fri, Jun 24 2022 - 7:08:22 PM +06 প্রচ্ছদ >> শিল্প সাহিত্য

Padma Bridgeপদ্মা সেতু

পদ্মা সেতু
সাগরিকা মন্ডল:
 
 
পদ্মা সেতু রে..
আমার স্বপ্ন সেতু রে....
তোমায় নিয়ে কতো স্বপ্ন এই বাঙ্গালীর মনে,
তোমার কথা স্মরন রবে সার্বিক উন্নয়নে।
ঢাকা থেকে মংলা যেতে লাগতো বহু সময়,
অসাধ্য সাধন করলো শেখ হাসিনায়।
বঙ্গমাতার কন্যা বলে বঙ্গের প্রতি টানে,
দেশের অর্থ খরচ করে তোমায় সমূখে আনে।
বঙ্গবন্ধু জীবন দিলো স্বাধীন বাংলা জন্য, 
তারই কন্যা সেতু গড়ে করলো মোদের ধন্য।
শেখ হাসিনার জন্য আমরা এই প্রার্থনা করি,
তোমার মতো কন্যা যেন বাংলার প্রতি ঘরে ঘরে গড়ি।
শত আঘাত সয়ে ও তুমি গড়ে দিলে পদ্মা সেতু,
কাল থেকে মুখ থুবরে পড়বে নিন্দুক সব কেতু।
রাত পোহালে পদ্মা সেতু তোমার উদ্বোধন,
তাই তো আজি সারা বাংলায় কতো আয়োজন। 
বাংলাকে দাবিয়ে রাখা অতো সহজ নয়,
পদ্মা সেতু তারই প্রমান সোনার এই বাংলায়।
 
 
 


Comments