হলি টাইমস রিপোর্ট:
বাঘ একটি হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। তথাপি বাংলাদেশের জাতীয় পশুর খাতায় নাম রয়েছে এই প্রানীটির।এক সমীক্ষায় দেখা গেছে যে, গত ১০০ বছরে বাঘের ৯০ শতাংশ আবাসভূমি ধ্বংস হয়েছে।
সারা বিশ্বে এখন বাঘের মোট সংখ্যা প্রায় ৩,৫০০ । সম্প্রতি বছরগুলোতে বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও পরিবেশ সংস্থা আইইউসিএন একে বিপন্ন প্রাণীর তালিকায় রেখেছে।
একই ঘটনা ঘটেছে জাগুয়ারের বেলাতেও।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিচরণ করতো জাগুয়ার।
তাদের সংখ্যা কমে এখন অর্ধেকে দাঁড়িয়েছে।নতুন করে গবেষণার ফলাফলে দেখা গেছে যে, জলবিদ্যুৎ প্রকল্পগুলির জন্য বাঘ এবং জাগুয়ারের আবাসভূমি ধ্বংস হচ্ছে।
গবেষকরা দেখতে পেয়েছেন,অন্তত ১০০টি জলবিদ্যুৎ প্রকল্প বাঘ এবং জাগুয়ারের বিচরণক্ষেত্রগুলিকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে।
এক্ষেত্রে অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ভূমি পরিকল্পনাকারী,জ্বালানি উৎপাদক এবং ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পরিবেশ সংরক্ষণকারীদের কাজ শুরু করতে হবে। তা না হলে ঐ এলাকার প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।