হলি টাইমস রিপোর্ট:
বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য হাতে নিয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের। এরই অংশ হিসেবে নতুন একটি বিভাগ চালু করলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নবগঠিত এই বিভাগের নাম দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস)।
এই বিভাগ কারখানায় সব ধরনের কমপ্লায়েন্স ব্যবস্থাপনা নিশ্চিতসহ বিভিন্ন রকম পরিকল্পনার উন্নয়ন ও বাস্তবায়ন করবে ।
সম্প্রতি বেলুন উড়িয়ে গাজীপুরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিভাগটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইউসুফ আলী,কর্নেল (অবঃ) শাহাদাত আলম, ইয়াসির আল ইমরান ও মহসিন সরদার, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও ইএইচএস বিভাগের প্রধান লিটন মোল্লা প্রমুখ।