Contact For add

Wed, Aug 18 2021 - 2:26:35 PM +06 প্রচ্ছদ >> দেশের খবর

Popular poet Helal Hafeez was admitted to the hospitalহাসপাতালে ভর্তি জনপ্রিয় কবি হেলাল হাফিজ

হাসপাতালে ভর্তি জনপ্রিয় কবি হেলাল হাফিজ

হলি টাইমস রিপোর্ট:

 

বার্ধক্যজনিত নানাবিধ জটিলতার কারনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কবি হেলাল হাফিজ।চিরকুমার ১৭ আগষ্ট বেশী অসুস্থ হলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়।বেশ কিছুদিন ধরে তার শরীর খারাপ যাচ্ছিল।বুধবার থেকে তার মেডিকেল চেকআপ শুরু হবে। তার কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে। নেত্রকোনা জেলায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর হেলাল হাফিজের জন্ম গ্রহন করেন।  তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।



Comments

Place for Advertizement
Add