Contact For add

Sun, Dec 6 2020 - 5:17:41 PM +06 প্রচ্ছদ >> তথ্যপ্রযুক্তি

Complaints against Facebookফেসবুকের বিরুদ্ধে অভিযোগ

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ

হলি টাইমস রিপোর্ট:
সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নতুন এক মামলায় বিচার বিভাগ দাবি করেছে, খণ্ডকালীন কর্মীদের নিয়োগে প্রাধান্য দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির মধ্যে এইচ-১বি ভিসাধারী কর্মীও রয়েছেন।

বিচার বিভাগের দাবি, ২ হাজার ৬০০-এর বেশি চাকরিযোগ্য মার্কিন কর্মী নিয়োগ বা বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক। রয়টার্সের প্রতিবেদন বলছে, অনেক চাকরির ক্ষেত্রেই গড় বার্ষিক বেতন ছিল এক লাখ ৫৬ হাজার মার্কিন ডলার। এ চাকরিগুলোর ক্ষেত্রে মার্কিন কর্মীর বদলে এইচ-১বি ভিসার মতো সাময়িক ভিসাধারীদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিচার বিভাগ।

বিচার বিভাগ আরও বলছে, ‘ইচ্ছাকৃতভাবেই ফেসবুক এমন একটি নিয়োগ ব্যবস্থা বানিয়েছে, যেখানে যোগ্য মার্কিন কর্মীদের শেখার এবং আবেদনের সুযোগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। এদিকে ফেসবুক মুখপাত্র ড্যানিয়েল রবার্টস বলেছেন, বিষয়টি পর্যালোচনায় বিচার বিভাগকে সহায়তা করছে ফেসবুক এবং আমরা এ অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। #

 



Comments

Place for Advertizement
Add