হলি টাইমস রিপোর্ট:
দেশে আইনি লড়াইয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। লিগ্যাল টিমের পক্ষ থেকে এরইমধ্যে আইনীজীবীও নিয়োগ দিয়েছে তারা। ফেসবুকের নাম ব্যবহার করে বাংলাদেশ থেকে যে ডোমেইনটি চালানো হয় সেটি প্রতারণামূলক বলছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় একটি ফ্লাটফর্ম। বাংলাদেশে এর ব্যবহার হচ্ছিলো যাচ্ছেতাই। ফেসবুক অপব্যবহার করে বিভিন্ন সময়ে দেশে হয়েছে নানা অস্থিরতা।
বুধবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে একটি মেইল পাঠিয়েছে ফেসবুক লিগ্যাল টিম। যেখানে তারা বলছে, বাংলাদেশে facebook.com.bd ব্যবহার করে কেউ একজন একটি ডোমেইন কিনেছে এবং এটি তারা ৬০ লক্ষ ডলারে তারা বিক্রি করতে চায়, এবং তা বিটিসিএল অনুমোদিত। আর তা বন্ধে আইনি লড়াই করবে তারা।
ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, সুনাম ক্ষুণ্নের অভিযোগে, ক্ষতিপুরণ চাওয়া হবে ৫০ হাজার ডলার। আগামী সপ্তাহে এ মামলাটি ঢাকার একটি আদালতে দায়েরের কথা জানান ফেসবুকের আইনজীবী মোকছেদুল আলম। #