Contact For add

Wed, Oct 21 2020 - 3:23:10 PM UTC প্রচ্ছদ >> নারী ও শিশু

Rubber board new chairmanসৈয়দা জাহান রাবার বোর্ডের নয়া চেয়ারম্যান

সৈয়দা জাহান রাবার বোর্ডের নয়া চেয়ারম্যান

হলি টাইমস রিপোর্ট:
চট্টগ্রামের বাংলাদেশ রাবার বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান। চুক্তিতে দুই বছরের জন্য এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার সময় গত বছরের ডিসেম্বর মাসে অবসরে যান সৈয়দা সারওয়ার জাহান।

এর আগে গতকাল ১৯ অক্টোবর রাবার বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম চৌধুরীকে চট্টগ্রামের চা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে এ বোর্ড। #



Comments