Contact For add

Wed, Mar 11 2020 - 12:31:00 PM +06 প্রচ্ছদ >> চাকরীর খোঁজ খবর

Notice of Appointment of Manpower at the Department of Drug Control under the Department of Homeland Security Servicesস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

হলি টাইমস রিপোর্ট :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে
‘সহকারী প্রসিকিউটর’ পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

‘সহকারী প্রসিকিউটর’ পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রসিকিউটর

পদ সংখ্যা: ৪৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: উচ্চতা- পুরুষ ১.৬৮ মিটার, মহিলা ১.৫৭ মিটার। বুকের মাপ- পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৭৮ সেমি ও প্রসারিত অবস্থায় ৮২ সেমি। ওজন- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

বয়সসীমা: ১ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১১ মার্চ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়মাবলী: আবেদনের নিয়মকানুন জানতে ক্লিক করুন এই লিংকে: https://bit.ly/2IBt1yU



Comments