হলি টাইমস রিপোর্ট :
৩টি পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (অর্থ-রাজস্ব/অর্থ-হিসাব)
পদ সংখ্যা: ১৩টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ইন অ্যাকাউন্টিং/ফাইন্যান্স অথবা বিবিএ ডিগ্রি অথবা সিএ/সিএমএ (সার্টিফিকেট লেভেল) সহ বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ৪১,৮০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত হলে বেতন ৪৩,৫০০ টাকা।
পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)
পদ সংখ্যা: ১৮টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি।
বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ৪১,৮০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত হলে বেতন ৪৩,৫০০ টাকা।
পদের নাম: মিটার টেস্টার
পদ সংখ্যা: ১০৮টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ।
বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ১৮,৩০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত হলে বেতন ১৯,০৬০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brebhr.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়: http://brebhr.teletalk.com.bd/doc/Advertisement_BREBHR.pdf