Contact For add

Wed, Nov 13 2019 - 12:59:43 PM UTC প্রচ্ছদ >>

Abara's murder: Police will file chargesheet against 25 peopleআবরার হত্যা: ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেবে পুলিশ

আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেবে পুলিশ
হলি টাইমস রিপোর্ট:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র আজ বুধবার আদালতে জমা দেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ২৫ জনকে আসামি করে এই অভিযোগপত্র দেওয়া হবে।
ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বুয়েটের ছাত্র আবরার হত্যার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে ডিবি। দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 


Comments

Place for Advertizement
Add