Contact For add

Wed, Oct 9 2019 - 12:29:05 PM UTC প্রচ্ছদ >>

Full footage of Abrar's murder is releasedআবরার হত্যার সম্পূর্ণ ফুটেজ প্রকাশ

আবরার হত্যার সম্পূর্ণ ফুটেজ প্রকাশ
হলি টাইমস রিপোর্ট:
বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার দুটি ভিডিও প্রকাশ পেয়েছিল। ভিডিও দুটি ছিল খন্ড বা আংশিক। যেখান থেকে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পূর্ণ ভিডিওর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিচ্ছিলো শিক্ষার্থীরা। পাওয়া গেল সেই পূর্ণ ভিডিও।
দীর্ঘ সেই ভিডিও কিছুটা ফার্স্ট করে দেখা গেছে কিভাবে আবরারকে হত্যা করার পর নিয়ে যাওয়া হয়। সিড়িতে ফেলানো হয়। একাধিক ছাত্র তার লাশ টানা হেচড়া করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সেখানে উপস্থিত হয়েছিল। চিকিৎসক ডেকে আনা হয় রাতে।
এর আগের ভিডিও ফুটেজে দেখা যায়, আবরারকে মারধরের পর কক্ষ থেকে বের করা হয়। #


Comments

Place for Advertizement
Add