Contact For add

Thu, Sep 12 2019 - 1:14:32 PM UTC প্রচ্ছদ >>

Police sticks in protest of garment workersপোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ
হলি টাইমস রিপোর্ট:
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন নাসা মেইনল্যান্ড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতন ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল  সাড়ে ৯টা থেকে তারা মগবাজার-মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে সড়ক থেকে সরিয়ে দিতে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করেছে পুলিশ। 
অবরোধের কারণে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে একবার এই গার্মেন্টেস কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিলেন। সে সময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যান।
কিন্তু সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।
ওসি আরও বলেন, এই অবরোধের কারণে সাতরাস্তা হয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে যাওয়ার সব পথই এখন বন্ধ। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
এদিকে অবরোধ চলাকালে বেলা পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। # 


Comments

Place for Advertizement
Add