Contact For add

Tue, Sep 10 2019 - 11:32:34 PM +06 প্রচ্ছদ >> বিশেষ খবর

Indira Gandhi, Merkel, Sheikh Hasina over the top of Thacherইন্দিরা গান্ধী, মের্কেল, থ্যাচারদের ছাড়িয়ে শীর্ষে শেখ হাসিনা

ইন্দিরা গান্ধী, মের্কেল, থ্যাচারদের ছাড়িয়ে শীর্ষে শেখ হাসিনা
হলি টাইমস রিপোট: 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী নেত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচার, জার্মানির অ্যাঙ্গেলা মের্কেল এবং শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গাকেও টপকে গেছেন শেখ হাসিনা। উইকিলিকসের সর্বশেষ গবেষণা মতে, শেখ হাসিনা বর্তমান বিশ্বের পুনরুত্থান করা সবচেয়ে আইকনিক নেত্রী।
ডেইম পার্লেট লুইজি, গভর্নর জেনারেল অব সেন্ট লুসিয়া কোনো স্টেটের হিসেবে সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী নেত্রী। তিনি ১৯৯৭ সালের ১১ সেপ্টেম্বর ক্ষমতায় বসে ২০১৭ সালের ডিসেম্বরের ৩১ তারিখ ক্ষমতা ছাড়েন। ২০ বছর ১০৫ দিন তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনি অতটা বিখ্যাত নন বিশ্ব রাজনীতিতে। আঞ্চলিক রাজনীতিবিদ হিসেবেই তিনি পরিচিত ছিলেন।
আইসল্যান্ডের ভিগডিস ফিনভোগাডটির ১৯৮০ সালের ১ আগস্ট থেকে ১৯৯৬ সালের ১ আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনিও বিশ্ব রাজনীতিতে অতটা পরিচিত মুখ ছিলেন না।
ডোমিনিকার প্রধানমন্ত্রী ডেইম উজনাইন ১৪ বছর ৩২৮ দিন ক্ষমতায় ছিলেন। ২১ জুলাই ১৯৮০ সাল থেকে তিনি ১৪ জুন ১৯৯৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মেরি ম্যাকক্লে ১৩ বছর ৩৬৪ দিন ক্ষমতায় ছিলেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাবান নারী নেত্রী। তিনি ২২ নভেম্বর ২০০৫ সালে ক্ষমতায় বসেন। বর্তমানেও তিনি ক্ষমতায় আছেন। তবে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ২০২১ সালের পর ক্ষমতায় থাকবেন না। 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি দেশ পরিচালনা করেছেন, ২০০৮ সালে ফের ক্ষমতায় আসেন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে তার দল আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ২০১৯ সালের ৭ জানুয়ারী তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ইতিমধ্যে ১৫ বছর ক্ষমতায় রয়েছেন। চতুর্থবার ক্ষমতায় বসে তাঁর একবছর শেষ করলেন সফলতার সঙ্গে। শেখ হাসিনা তাঁর চতুর্থমেয়াদও সফলতার সঙ্গে শেষ করবেন তা হলফ করে বলা যায়। বর্তমান হিসেবে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নারী নেত্রী। শেখ হাসিনা নানা ইস্যুতে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপ্রধানও।
শেখ হাসিনার চেয়ে ক্ষমতায় কম ছিলেন ব্রিট্রেনের মার্গারেট থ্যাচার। তিনি ব্রিটেন শাষণ করেন ১১ বছর ২০৮দিন। ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন মেয়াদে ১৫ বছর ক্ষমতায় ছিলেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা ১১ বছর ৭ দিন ক্ষমতায় ছিলেন।
চারজন দীর্ঘমেয়াদি নারী রাষ্ট্রপ্রধানের তালিকায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চতুর্থবারের শাসন আমল সম্পূর্ণ করতে পারলে এই তালিকায় থাকা বিখ্যাত অন্যদের থেকে আরো একধাপ এগিয়ে যাবেন তিনি। যা হয়তো এই প্রজন্মে অন্যদের ছোঁয়ার কোনো সম্ভাবনা থাকবে না। #  


Comments

Place for Advertizement
Add