খুব নরম তুমি সাগরিকা মন্ডল ফুলগুলো তোলা হয়নি বলে মাটিতে পড়েছে ঝরে | ভেজা শিশির গায়ে লেগে ধুলোয় গেছে ভরে | খুব কমল তুমি শিউলি মাখাও হলুদ কপালে | কথা দিচ্ছি, পড়বো গলায় অন্য কোনো সকালে |