Contact For add

Wed, Jan 17 2018 - 3:56:15 PM +06 প্রচ্ছদ >> বিশেষ খবর

Corruption and nepotism will not work in social service: Social Welfare Ministerদূর্নীতি, স্বজনপ্রীতি সমাজসেবায় চলবে না : সমাজকল্যাণমন্ত্রী

দূর্নীতি, স্বজনপ্রীতি সমাজসেবায় চলবে না : সমাজকল্যাণমন্ত্রী

হলি টাইমস রিপোর্ট :

সামাজিক সুরক্ষার দায়িত্ব কেবল সমাজিক দায়বদ্ধতা নয় এটি সাংবিধানিক দায়িত্বও। বর্তমান সরকার সামাজিক খাতকে  বেগবান করতে প্রতি বছরই এখাতে বরাদ্দ বৃদ্ধি করছে। ক্রমবর্ধমান বরাদ্দের এই টাকা নিয়ে কোন ধরণের দূর্নীতি স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি।
আজ ১৭ জানুয়ারী, বুধবার সকাল ১০ টায় যশোর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভাগীয় কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভা করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। সভাপতিত্ব করেন যশোর জেলা সমাজসেবা অফিসার  আসাদুল ইসলাম।
সভায় জেলার সকল সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সমাজসেবা কেবল নিয়ম রক্ষার কাজ নয়, এটি আপনার আমার সকলের সমন্বিত দায়িত্ব। বাংলাদেশের মহান সংবিধানের ১১,১৮,১৯,২৭,২৮ নং অনুচ্ছেদে সকল মানুষের সামাজিক ন্যায্যতা দেবার কথা বলা হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের  উদ্দেশ্যে কাজের নিদের্শনা দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “চলমান অর্থবছরের অসম্পন্ন কাজগুলো এই অর্থবছরের মধ্যেই যথাযতভাবে সম্পন্ন করতে হবে।”  
পরিশেষে সমাজকল্যাণমন্ত্রী উপস্থিত সমাজসেবা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও নানা বিষয়ের চলমান উন্নয়ন কাজের খোঁজখবর নেন।
 



Comments

Place for Advertizement
Add