হলি টাইমস রিপোর্ট :
শোকের মাস উপলক্ষে আগস্টজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে শিক্ষার্থীদের বিনামূল্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ও মহাকাশবিষয়ক প্রদর্শনী দেখানো হবে।প্রদর্শনীর উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
স্বাভাবিক সময়ে এই প্রদর্শনী দেখতে ১০০ টাকার টিকিট কাটা লাগত। শোকের মাস উপলক্ষে আগস্টে তা বিনামূল্যে দেখানো হচ্ছে। নভোথিয়েটারের উপ-পরিচালক নায়মা ইয়াসমীন গণমাধ্যমকেএই তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, নভোথিয়েটারের পক্ষ থেকে একটি দোতলা বাসে করে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনা-নেওয়া করা হবে।
প্রদর্শনী দেখার জন্য বুকিং নিতে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নভোথিয়েটার কর্তৃপক্ষ।